মাঝেমধ্যে আমরা যা দেখি তা হতেও পারে ভুল ১০০ জনের মধ্যে ৯৯ জনই ভুল করে এই প্রশ্নের উত্তর দিতে! বলুনতো ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে ঠিক কতগুলি ইঁদুর?
মাঝেমধ্যে আমরা যা দেখি তা হতেও পারে ভুল। এগুলিকে বলা হয় দৃষ্টিভ্রম। ইংরেজিতে যাকে বলে অপটিক্যাল ইললিউশান। কিছুটা সেই ছোটবেলায় বইতে পড়া মরীচিকার মত। ছোটবেলায় আমরা সবাই পড়েছি সংকট কোণে আপতন কোণের জন্য মানুষ মরুভূমিতে দেখতে পারে মরুদ্দান যাকে বলা হয় মরীচিকা। ঠিক সেই রকমই বর্তমানে অপটিক্যাল ইল্যুশন হয়ে উঠেছে খুবই জনপ্রিয়। মরুভূমিতে না গিয়েই কিছু ছবি দেখে বলতে হবে আসলে সেই ছবিটিতে কি কি রয়েছে।
কিছু জিনিস লুকানো থাকতে পারে সেগুলি কেউ খুঁজে বার করতে হবে। আর এই জিনিসগুলি খুঁজতে অর্থাৎ সল্ভ করতে পছন্দ করেন অনেক নেটিজেনরাই। তবে লুকিয়ে থাকা জিনিস খুঁজে বের করতে হবে খুব অল্প সময়ের মধ্যেই। যা হচ্ছে আসলে চ্যালেঞ্জ। যেমন এই ছবিটির মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একটি ইদুরকে যেটি লুকানো রয়েছে ছবির মধ্যেই। ৫ সেকেন্ডের মধ্যে যদি আপনি তা খুঁজে বের করতে পারেন তাহলে আপনি এই চ্যালেঞ্জটি জিতে গেছেন। কি পারলেন কি পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে ইঁদুরটিকে?
অপটিক্যাল ইলিউশনের ঈদ ধাঁধা গুলি সমাধান করতে প্রয়োজন হয় প্রচন্ড বুদ্ধিমত্তার তার সাথে মগজের কার্যকারিতা ও প্রকাশ পায় এতে। আবার কথায় বলে না প্র্যাকটিস মেকস পারফেক্ট। ঠিক সেরকমই আপনি যদি রোজ এই ধাঁধাগুলোর সমাধান করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার বুদ্ধিমত্তা আপনার মস্তিষ্কের কার্যকারিতা ও বৃদ্ধি পাবে। বাড়বে মনঃসংযোগ ও। ছোটদের কে যদি ছোটবেলা থেকে এইসব জিনিসগুলোকে অভ্যস্ত করা যায় তাহলে সেই বাচ্চা বড় হয়ে হবে অসীম বুদ্ধির অধিকারী।
প্রদত্ত ছবিটিতে দেখা যাচ্ছে দুটি মহিলা একটি টেবিলে মুখোমুখি বসে চা জাতীয় কিছু পানীয় পান করছেন। তাদের সারা শরীর জুড়ে রয়েছে অলংকার। ছবির নিচে বাঁদিকে স্পষ্টভাবেই একটি সাদা ইঁদুরকে বসে থাকতে দেখা যাচ্ছে। তবে এই ছবিটিতে ওই সাদাই দুটি ছাড়াও আরো একটি দ্বিতীয় ইঁদুর রয়েছে। যাকে ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে। আপনি কি জানেন এই ছবিটি থেকে সেই দ্বিতীয় ইঁদুরটিকে খুঁজে বার করতে পারেন না অনেকেই। ১০০ জনের মধ্যে মোটে একজন হয়তো সক্ষম হয়েছেন ছবিতে লুকিয়ে থাকা দ্বিতীয় ইদুরটি খুঁজে পেতে ।
আপনি যদি সেই ছবিতে খুব খুঁটিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন ছবিতে একদম বাঁদিকে যে মহিলা বসে রয়েছেন তার মাথায় টুপির আকারে একটি সাদা ইঁদুর শুয়ে রয়েছে। সারাদিনের প্রচুর কাজকর্মের পর এই ধরনের ধাধার সমাধান করলে মনটা অনেকটা হালকা লাগে। আপনি পারলেন কি পারলেন না খুঁজে বার করতে তা তো আমরা জানি না ! তবে আপনাকে সাহায্য করার জন্য আমরা আপনাকে নাহয় উত্তরটা বলেই দিলাম।
Comments are closed.