কৃষকরাই তো আমাদের অন্নদাতা। তবে কেন ফসল, চাষের ক্ষেত ছেড়ে রাজধানীর পথে আজ তারা? কেন কৃষকরা প্রাণহীন শহরে ঢুকে পড়লেন? যে হাত সাধারণ মানুষের পেটে খাবার জোগান দেয়, সেই হাত কেন আজ বিদ্রোহের মশাল জ্বালছে? একের পর এক প্রশ্ন তুলে সোনাক্ষী সিনহা কৃষক আন্দোলনের প্রতি আবেগঘন হয়ে একটি পোস্ট শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে।
View this post on Instagram
বুধবার, নিজের ইনস্টাগ্রামে সোনাক্ষী একটি কবিতা শেয়ার করেন, যার শিরোনাম “নজরে মিলাকে খুদ সে পুছো কিঁউ?” কৃষক আন্দোলনের প্রেক্ষাপটকে তুলে ধরছে এই কবিতাটি। সোনাক্ষীর শেয়ার করা ভিডিওতে উঠে আসছে তাঁর কন্ঠ, সঙ্গে আন্দোলনরত কৃষকদের কিছু স্টিল ছবি। কেন কৃষকরা সড়কে এসে দাঁড়িয়েছে, কেন তারা প্রতিবাদে সামিল হচ্ছেন, কেন তাদের “দাঙ্গাকারী” বলে তকমা দেওয়া হচ্ছে? সবকিছুর জবাব চাইলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী।
কৃষক আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী তাদের সমর্থন করে এসেছেন। কৃষকদের প্রতি তার শ্রদ্ধা আবেগ তুলে ধরেছেন বারবার। কৃষক আন্দোলন নিয়ে এবং তা সমর্থনে পাশে দাঁড়িয়েছেন বহু বলিউড তারকা থেকে শুরু করে সঙ্গীত শিল্পী।
Comments are closed.