দিদির আঁচলের তলে বাকি জীবন কাটানোর সুযোগ চাইতে কালীঘাট যাচ্ছেন সোনালী গুহ
শনিবার সকাল ১১ টা নাগাদ সোনালী গুহ একটি ট্যুইট করেন মমতা ব্যানার্জিকে মেনশন করে। ট্যুইটে তিনি লেখেন, আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে তিনি অন্য দলে চলে গিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য তিনি ক্ষমা চান
একুশের নির্বাচনে টিকিট না পেয়ে একেবারে ভোটের মুখে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি গিয়েছিলেন একদা মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সোনালী গুহ।
৬ মার্চ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন সাতগাছিয়ার চার বারের বিধায়ক সোনালী। কিন্তু ভোট মিটতেই গেরুয়া শিবিরে তাঁর মোহভঙ্গ ঘটেছে। মমতা ব্যানার্জিকে খোলা চিঠি লিখে তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। সোনালী গুহ জানিয়েছেন, তিনি মমতার কালীঘাটের বাড়িতে যাবেন।
শনিবার সকাল ১১ টা নাগাদ সোনালী গুহ একটি ট্যুইট করেন মমতা ব্যানার্জিকে মেনশন করে। ট্যুইটে তিনি লেখেন, আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে তিনি অন্য দলে চলে গিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য তিনি ক্ষমা চান। তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে লেখেন, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমায় ক্ষমা করে দিন।
তাঁর আর্তি, আপনার আঁচলের তলে আমায় টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহ তলে থাকার সুযোগ করে দিন।
ওই ট্যুইটের একটি অংশে সোনালী দাবি করেছেন, বিজেপিতে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। সেই সঙ্গে আরও বলেন, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমনি আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না।
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
একুশের নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই তাঁর নাম বাদ পড়ায় কান্নায় ভেঙে পড়েন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। সংবাদমাধ্যমকে জানান, তিনি ভাবতেই পারছেন না তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম নেই! তাঁকে যে প্রার্থী করা হচ্ছে না এই কথাটা দলনেত্রী তাঁকে আগে না জানানোয় দুঃখ পেয়েছেন বলেও জানান।
প্রার্থীদের নাম ঘোষণার সময় মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থার জন্য সোনালীকে প্রার্থী করা হচ্ছে না। তবে যাঁদের প্রার্থী করা হচ্ছে না তাঁদের বিধান পরিষদ গঠন করে সেখানে সদস্য করা হবে বলেও ঘোষণা করেছিলেন দলনেত্রী।
কিন্তু সোনালী ভোট পর্যন্ত অপেক্ষা করেননি। ভোটের দোরগোড়ায় অনেকের সঙ্গে বিজেপিতে নাম লেখান।
ভোটের ফলাফল বেরোনর পরেই পুরোনো দলে ফিরতে চেয়ে দলনেত্রীর কাছে প্রকাশ্যে আবেদন করলেন সোনালী। তিনি কি বিজেপিকে জানিয়েছেন? সোনালী জানান ওই দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। জানিয়েছেন, আজ কালের মধ্যেই মমতার কালীঘাটের বাড়িতে যাবেন। তারপর পথই তাঁকে পথ দেখাবে, জানান সোনালী গুহ।
Comments are closed.