ইস্টার্ন ফ্রন্ট কমান্ডের প্রথম মহিলা বিএসএফ অফিসার হলেন সোনালী মিশ্র, সিবিআইয়ের সিপি ও ডিআইজি পদে কাজ করেছেন তিনি

কলকাতায় বিএসএফ সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক, বিশেষ মহাপরিচালক, পূর্ব কমান্ড, বিএসএফের এর দায়িত্ব নিলেন সোনালী মিশ্র। আইপিএস সোনালি মিশ্র ইস্টার্ন ফ্রন্ট কমান্ডের প্রথম মহিলা বিএসএফ অফিসার।

১৬ জানুয়ারি এই দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে দিল্লি এবং মুম্বইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উচ্চপদে কাজ করেছেন তিনি। সিবিআইয়ের সিপি এবং ডিআইজি পদে কাজ করেছেন সোনালী মিশ্র।

মধ্যপ্রদেশের পুলিশ বিভাগেও বহু বছর কাজ করেছেন তিনি। তিনি কাশ্মীর ফ্রন্টিয়ার এবং পাঞ্জাব ফ্রন্টিয়ারে নেতৃত্বও দিয়েছিলেন। তিনি বিএসএফের প্রিমিয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদে দীর্ঘদিন কাজ করেছেন।

Comments are closed.