Sourav Ganguly: কাল ফের কলকাতায় দেবী শেঠী, নিজে হাতে করবেন অ্যাঞ্জিওগ্রাম, ডোনাকে ফোন অমিত শাহের
মাত্র ২০ দিনের মধ্যে কী এমন ঘটল যে ফের হাসপাতালে মহারাজ?
২০ দিনের ব্যবধানে দু’বার অসুস্থ সৌরভকে দেখতে ফের কলকাতা আসছেন দেবী শেঠী। সূত্রের খবর, তিনি নিজে সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করবেন। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার দুপুরে ফের বুকে ব্যথা নিয়ে সৌরভ অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বিসিসিআই (BCCI) সভাপতিকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয় হাসপাতালে।
হাসপাতালে সৌরভের তত্ত্বাবধানে রয়েছেন ৩ জন চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু, সরোজ মণ্ডল। হাসপাতালে যাওয়ার পর সৌরভের ইকো কার্ডিওগ্রাম, ইসিজি করা হয়। সেখানে বেশ কিছু সমস্যা ধরা পড়ে। বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম হবে মহারাজের। একইদিনে সৌরভকে দেখতে কলকাতায় আসছেন বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।
সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। হাসপাতালে ছুটে যান বৈশালী ডালমিয়া। বেরিয়ে এসে তিনি বলেন, ভালো আছেন দাদা। আগে জানা গিয়েছিল, দুপুরে কৈলাস বিজয়বর্গীয়র কাছে সৌরভের খবর নেন অমিত শাহ। বিকেলের দিকে ডোনা গাঙ্গুলির কাছে ফোন করে মহারাজের খবর নেন অমিত শাহ। সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন ফিরহাদ হাকিমও।
চলতি মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডে ভর্তি হন সৌরভ। সেখানে চিকিৎসকরা জানান, সৌরভের ৩ টি ব্লকেজ রয়েছে। এরমধ্যে ১ টি ব্লকেজে স্টেন্ট বসানো হয়। সেই সময়ও সৌরভকে দেখতে কলকাতায় এসেছিলেন দেবী শেঠী। ৭ জানুয়ারি বাড়ি ফেরেন সৌরভ। বাড়ি ফেরার পরও চিকিত্সকদের তত্ত্বাবধানেই ছিলেন। এরপর ২০ দিনের মাথায় ফের অসুস্থ মহারাজ।
Comments are closed.