উত্তর বঙ্গোপসাগর বরাবর গভীর নিম্নচাপ; সমুদ্রে যেতে নিষেধ মৎসজীবীদের 

উত্তর বঙ্গোপসাগরের মাঝ বরাবর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সোমবারই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর যার জেরে রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে তেমনটাই জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূল অঞ্চলগুলোতে হাওয়ার গতিবেগ বাড়বে। বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, গোরক্ষপুর, গয়া ,বাঁকুড়া, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত।

হাওয়া অফিস জানিয়েছে,  দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিন ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি সেগুলো হল,  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে।

Comments are closed.