৩০ অক্টোবর খরদহ সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। ভোটের প্রস্তুতিতে পুজোর আগেই দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। ভবানীপুরে ইস্তফার পরের দিন থেকেই খড়দহে ভোটের জমি তৈরিতে নেমেছেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে প্রচার শুরু করেছেন শোভনদেব।
শুক্রবার নর্থ পানিহাটির স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এবং খড়দা পৌর অঞ্চলের আয়োজনে দুটি কর্মিসভায় উপস্থিত ছিলেন শোভনদেব চ্যাটার্জি। কর্মিসভার ছবি ট্যুইট করে নিজেই একথা জানান তিনি।
Attended two 'Karmisabha' , one organised by North Panihati Trinamool Congress and the other with the workers of Khardah Poura Anchal on 08.10.2021 to discuss matters regarding the upcoming by elections in Khardah. pic.twitter.com/feFoD1MmuX
— Sobhandeb Chattopadhyay (@SobhandebChatt1) October 9, 2021
খড়দহ তৃণমূলের জেতা আসন। একুশের নির্বাচনে ফল ঘোষণার আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এখানকার প্রার্থী কাজল সিনহা।
ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফার পরে খড়দাহ এসে জনসংযোগ শুরু করেছেন শোভনদেব। পর্যবেক্ষকদের একাংশের মতে খড়দায় তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত। যদিও নির্বাচনী রাজনীতিতে পোড় খাওয়া শোভনদেব অধিক আত্মবিশ্বাসে ভুগতে নারাজ। কখনও ছোট ছোট জনসভা, জনসংযোগ, কর্মিসভার মাধ্যমে ভোট প্রচার সারছেন তৃণমূলের প্রথম বিধায়ক।
Comments are closed.