মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবসের আগে বিধানসভায় বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার পাল্টা তাঁর সমালোচনায় মুখর হলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, আমি অবাক হয়ে যাচ্ছি। তাঁর কটাক্ষ, রাজ্যপাল কার মুখপাত্র হয়ে কাজ করছেন? উনি কী চাইছেন?
বিমান ব্যানার্জি আরও অভিযোগ করেন, বিধানসভায় এসে অসৌজন্যমূলক আচরণ করছেন রাজ্যপাল। এখানেই না থেমে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ওনার সাংবাদিক বৈঠক করতে হলে, রাজভবনে গিয়ে করতে পারতেন। সেই সঙ্গে তাঁর আরও দাবি, রাজ্যপাল ঠিক কোনও তথ্যের ভিত্তিতে এসব অভিযোগ করেছেন আমার জানা নেই।
উল্লেখ্য এদিন বিধানসভায় এসে ফের একবার রাজ্যের কড়া সমলোচনা করেন জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, রাজ্যের ভোটাররা ভোট অধিকার প্রয়োগ করতে পারছেন না। এখানে গণতন্ত্র বিপদের মুখে। একই সঙ্গে এদিন ফের একবার রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে।
এদিন রাজ্যের আমলাদেরও পুনরায় একহাত নেন ধনখড়। তাঁর কথায়, রাজ্যের অফিসাররা সংবিধান মেনে কাজ করছে না। তারপরেই রাজ্যপালের হুঁশিয়ারি, রাজভবন কী করতে পারে, রাজ্যের অফিসারদের জানা নেই।
Comments are closed.