নারদকাণ্ডে এবার ইডিকে তলব করল বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। নিয়ম অনুযায়ী বিধানসভার কোনও সদস্যের নামে চার্জশিট জমা করতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়। নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র সহ ৫ জনের নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। আর চার্জশিট জমা দেওয়ার আগে অনুমতি নেওয়া হয়নি স্পিকার বিমান ব্যানার্জির। তাই এবার নারদ কাণ্ডে ইডিকেই তলব করলেন বিমান।
নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জি ও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার নামে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। চার্জশিটে নাম থাকা ৫ জনকেই আগামী ১৬ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শোভন চ্যাটার্জি বিজেপিতে যোগ দিয়েছেন। এখন তিনি আর বিধায়ক নন। এসএমএইচ মির্জার সঙ্গে কোনও সম্পর্ক নেই বিধানসভার। তাই এই দুজনের নাম নিয়ে কোনও আপত্তি নেই স্পিকারের। বিমান ব্যানার্জি বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে চিঠি দিয়ে এই বিষয়ে ইডির কাছ থেকে তথ্য জানতে চাওয়া হোক।
উল্লেখ্য, কয়েকমাস আগেই নারদ মামলায় সিবিয়আই গ্রেফতার করে রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় শোভন চ্যাটার্জিকেও। সেইসময় ফিরহাদ বলেছিলেন, নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। বিনা নোটিশে আমাকে গ্রেফতার করা হয়েছে। ফিরহাদ আরও বলেন, স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।
Comments are closed.