রাজ্যপালের বাজেট বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগ, পদ্ম শিবিরের দুই বিধায়ককে চলতি অধিবেশনে সাসপেন্ড করলেন স্পিকার
বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টির হয়েছিল বিধানসভায়। বুধবার এই ঘটনায় বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান ব্যানার্জি। এদিনের অধিবেশনে স্পিকার ঘোষণা করেন, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জিকে বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হল। সোমবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণে বাধা দিয়ে বিজেপি বিধায়কেরা অসংসদীয় আচরণ করেছেন করেছেন বলে দাবি স্পিকারের।
এদিকে, দুই বিধায়ককে সাসপেন্ড-এর প্রতিবাদে বুধবার বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন স্পিকারকে অনুরোধ করেন ওই দুই বিধায়কের সাসপেন্সশন প্রত্যাহার করে নেওয়ার জন্য। বিরোধী নেতাকে লিখিতভাবে এই আবেদন করতে বলেন স্পিকার বিমান ব্যানার্জি। জানা গিয়েছে, লিখিত আবেদন করতে রাজি হননি শুভেন্দু অধিকারী।
বুধবার রাজ্যপালের ভাষণের জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর বক্তব্য রাখার সময় তুমুল বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের বিধায়কেরা। তাঁদের দাবি, যতক্ষন না ওই দুই বিধায়কের ওপর থেকে সাসপেন্সন তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা এই বিক্ষোভ দেখাবেন। এদিকে পদ্ম শিবিরকে প্লাটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না করে শুভেন্দুকে তাঁর কটাক্ষ, বিজেপির লোকেরা নিজের ওয়ার্ডে ভোটে জিততে পারছে না, এদিকে বিধানসভায় এসে গণ্ডগোল করছেন।
Comments are closed.