মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC চেয়ারম্যান থাকবেন কিনা সে বিষয় যাবতীয় সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। মঙ্গলবার চেয়ারম্যান মামলার শুনানিতে জানাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও স্পিকারকে সিদ্ধান্ত গ্রহণের সময় সীমা বেঁধে দিয়েছে কোর্ট।
পিএসি চেয়ারম্যান পদের জন্য মুকুল রায় নমিনেশন জমা দেওয়ার পরেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। পদ্ম ত্যাগী মুকুলকে চেয়ারম্যান করার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর অভিযোগ, মুকুল রায়ের নিয়োগ বিধানসভার রীতি মেনে হয়নি। এক্ষেত্রে হাউসের কার্যবিধি ৩০২ ধারা লঙ্ঘন করা হয়েছে। বিজেপি বিধায়ক আদালতে জানান, প্রধা অনুযায়ী ওই পদ বিরোধী দলের পাওয়ার কথা। কিন্তু বিজেপি পিএসসি-র জন্য যে সদস্য তালিকা পাঠিয়েছিল তাতে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের নাম ছিল না।
বিজেপি বিধায়কের মামলার ভিত্তিতে সব পক্ষের সওয়াল জবাব শোনে আদালত। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ স্পিকারেও হলফনামা জমা দিতে বলেন।
মঙ্গলবার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানায়, পিএসি চেয়ারম্যান কে হবেন, সে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে বিধানসভার অধ্যক্ষের। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। পাশাপাশি মণিপুর বিধাসভার একটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ্য করে বিচারপতিরা জানান, ৭ অক্টোবরের মধ্যে স্পিকার সিদ্ধান্ত না নিলে আদালত হস্তক্ষেপ করবে।
উল্লেখ্য, মণিপুর বিধানসভা মামলায় সুপ্রিম কোর্টের রায় ছিল, অভিযোগ জমা পড়ার তিন মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে। মুকুল রায়ের ক্ষেত্রে ৭ অক্টোবর তিন মাসের মেয়াদ শেষ হচ্ছে।
Comments are closed.