রবিবার রয়েছে টেট পরীক্ষা। আবার ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। স্বাভাবিক কারণেই ওই দিন কলকাতায় যানজটের আশঙ্কা রয়েছে। তবে টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চলবে বলে জানাল রেল।
রবিবার এমনিতে একটু দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে পরীক্ষার জন্য অন্যান্য দিনের মতো সকাল ৬.৩০ থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
মেট্রোর তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকাল ৬:৫০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। ওই একই সময় দমদম থেকে একটি মেট্রো ছেড়ে আসবে কবি সুভাষের উদ্দেশে। ৬:৫৫ মিনিটে দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। সকাল ৭:০০ টায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। যদিও এই অতিরিক্ত পরিষেবা কেবলমাত্র ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রোতেই পাওয়া যাবে
Comments are closed.