ছট পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন, নিউ জলপাইগুড়ি, ডিব্রুগড় থেকে গোরক্ষপুর পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন চলবে
ছটপুজো উপলক্ষ্যে চলবে বিশেষ ট্রেন। উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ছট পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানো হবে। নিউ জলপাইগুড়ি এবং ডিব্রুগড় থেকে দুটি স্পেশাল ট্রেন যাবে গোরক্ষপুর পর্যন্ত। ছট পুজোর সময় অতিরিক্ত যাত্রী সামাল দিতেই এই দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি বিশেষ ট্রেনে ২০ টি করে কামরা থাকবে।
২৭ অক্টোবর একটি ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ডিব্রুগড় থেকে। সেই ট্রেন ২৯ অক্টোবর সকালে গোরক্ষপুর পৌঁছাবে। গোরক্ষপুর থেকে আবার সেই ট্রেন ১ নভেম্বর ৭টা ৫০ মিনিটে ছাড়বে। ২ নভেম্বর রাত ৮টা ৫০ নাগাদ সেই ট্রেন ডিব্রুগড় আসবে।
অন্য একটি ট্রেন ২৯ তারিখ বিকাল ৫ টার সময় গোরক্ষপুর থেকে ছাড়বে। ৩০ তারিখ সেই ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়িতে। সেই নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে গোরক্ষপুর যাওয়ার জন্য ছাড়বে ৩১ তারিখ দুপুর ২ টায়।
উল্লেখ্য, দেশ জুড়ে পালিত হয় ছট পুজো। এই বছর ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে পালিত হবে ছটপুজো। এই পুজো উপলক্ষ্যে দেশ জুড়ে ২২১টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.