ভোটে পরাজয়ের পর কার্যত ‘নিভৃতবাসে’ চলে গিয়েছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। মুকুল রায় ঘনিষ্ঠ সব্যসাচী একুশের ফলাফলের পরেই বেসুরো মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে। সেই সময় থেকেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। মুকুল রায় দলে ফেরার পর সেই গুঞ্জন আরও তীব্র হয়। এর মধ্যেই বিধান নগরের প্রাক্তন মেয়রের একটি মন্তব্য ঘিরে ফের তাঁর বিজেপি ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত বছর রাজ্য বিজেপির উদ্যোগে বিধাননগরের ইউজেডসিসিতে দুর্গা পুজো হয়। কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়ের সঙ্গে সেই পুজোর উদ্যোক্তা ছিলেন সব্যসাচীও। কিন্তু এবারে সেই পুজো হচ্ছে না। আর এই নিয়েই সব্যসাচী দত্তের বিস্ফোরক উক্তি, গতবার ভোট ছিলো তাই পুজো। এবারে ভোটও নেই পুজো নেই। বিরোধী শিবিরের সুরেই তাঁর এই কথা শুনে ফের বিজেপি নেতাকে নিয়ে জল্পনা দেখা দিয়েছে।
মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী। মুকুল ফেরাতেই যার জেরে ‘দাদা’র হাত ধরে ফের ঘরওয়ায়পসির জল্পনা শুরু হয়। আর এসবের মধ্যেই সব্যসাচীর এই উক্তি অস্বস্তি ফেলেছে গেরুয়া শিবিরকে। সেই সঙ্গে অনেকের মতে সব্যসাচীও হয়তো রাজীব ব্যানার্জিদের মতোই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে চেয়ে রয়েছেন। অনুমতি মিললেই ফের তাঁরা ফিরবেন পুরোনো শিবিরে।
Comments are closed.