এতদিন নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা ব্যানার্জির দলের হয়ে ভোটের কৌশল ঠিক করেছেন। এবার কি নিজের দল তৈরি করে সরাসরি ভোটের ময়দানে ঝাঁপাবেন প্রশান্ত কিশোর? সোমবার তাঁর একটি ট্যুইটে তেমনটাই ইঙ্গিত মিলেছে। লিখেছেন, এবার জনতার দরবারে যাওয়ার সময় এসেছে। রাজনীতির কারবারিদের অনেকেই মনে করছেন, পিকের নতুন দল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
এদিন ট্যুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, গণতন্ত্রের অর্থবহ অংশ হওয়ার পথে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ১০ বছর কাটতে চলল। এবার জনতার দরবারে যাওয়ার সময় এসেছে, গণতন্ত্রকে আরও সরাসরি বোঝার সময় এসেছে। সেই সঙ্গে দলের কথা না বললেও ট্যুইটে একটি নাম উল্লেখ করেছেন তিনি। জন সুরজ। পিকের কথায় যার অর্থ মানুষের জন্য সুশাসন। তাঁর এই নতুন সফর বিহার থেকেই শুরু হবে বলে ট্যুইটে জানিয়েছেন পিকে।
My quest to be a meaningful participant in democracy & help shape pro-people policy led to a 10yr rollercoaster ride!
As I turn the page, time to go to the Real Masters, THE PEOPLE,to better understand the issues & the path to “जन सुराज”-Peoples Good Governance
शुरुआत #बिहार से
— Prashant Kishor (@PrashantKishor) May 2, 2022
সম্প্রতি প্রশান্তের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও শেষ পর্যন্ত ‘হাত’ ধরেননি পিকে। আর এর মধ্যেই দিল্লি সফরে মমতা ব্যানার্জি জানিয়েছেন, দলের ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরই থাকছেন। যদিও পিকে একাধিকবার জানিয়েছেন, তিনি এখন আর আইপ্যাকের সদস্য নন। এই আবহে নতুন দল তৈরি করলে তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.