বহুদিন ধরেই জল্পনা চলছিল, তা আরও বাড়ল নেট মাধ্যমের একটি ছবির জেরে। শোনা যাচ্ছিল, বিখ্যাত গায়ক লাকি আলি তৃণমূলে যোগ দিতে পারেন। আর এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে তাঁকে দেখা গেল। মনে করা হচ্ছে মমতা ব্যানার্জির সফরেই ঘাসফুল পতাকা হাতে তুলে নেবেন তিনি। লাকি আলী ছাড়াও তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলী।
নাফিসা বর্তমানে গোয়ার বাসিন্দা হলেও আদতে তিনি বাংলারই মেয়ে। তাঁর জন্ম দক্ষিণ কলকাতায়। উল্লেখযোগ্য বিষয় জল্পনা সত্যি করে তৃণমূল যোগ দিলে নাফিসার জন্য এটি হবে রাজনীতিতে প্রত্যাবর্তন। কারণ, এর আগেও তাঁর ভোটে লড়ার অভিজ্ঞতা রয়েছে। ২০০৪ সালে তিনি দক্ষিণ কলকাতা থেকেই কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। মজার বিষয়, তাঁর বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন খোদ মমতা ব্যানার্জি।
যদিও এখন সোশ্যাল মিডিয়ায় নাফিসা বেশ কয়েকটি পোস্টে তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। দেশে বিজেপির বিরুদ্ধে যে মমতাই একমাত্র নির্ভর যোগ্য মুখ তাও লিখেছেন তিনি।
২৮ তারিখ গোয়া যাচ্ছেন মমতা ব্যানার্জি। সব ঠিক থাকলে তাঁর সফরেই তৃণমূলে যোগ দেবেন লাকি, নাফিসা। এছাড়াও বিজেপি বিরোধী কয়েকজন বিশিষ্টজনেরও এদিন তৃণমূলে যোগ দেওয়ার কথা।
Comments are closed.