এবার ডাক টিকিটে মাহেশের রথ; গর্বের মুহূর্ত শ্রীরামবাসীর

এবার ডাক টিকিটেও জায়গা পেল শ্রীরামপুরের মাহেশের ঐতিহ্যবাহী রথ। আগেই হেরিটেজ তকমা পেয়েছিল সুপ্রাচীন এই রথ যাত্রা। সারা বিশ্বও যাতে মাহেশের কথা জানতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ডাক বিভাগ। 

ভারতীয় ডাক বিভাগের চিফ পোস্ট মাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল এই ডিক টিকিট প্রকাশের ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার শ্রীরামপুর পুরসভা ও শ্রীরামপুর ডাকঘরের সাহায্যে এই ডাক টিকিট প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর পোস্ট অফিসের সুপারিটেন্ড তপন চক্রবর্তী। তিনি বলেন, মাহেশের রথ এবং মন্দির সুপ্রাচীন। এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। অথচ রাজ্যের বাইরে সেই ভাবে মাহেশের কথা অনেকেই জানেন না। আমাদের উদ্দেশ্যে দেশে-বিদেশে মাহেশের নাম ছড়িয়ে পড়ুক। 

পুরীর পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন রথ যাত্রা হল শ্রীরামপুরের রথ যাত্রা। ১৩৯৬ সালে যার সূচনা। রথের দিন এখনও মহাসমারোহে রথ যাত্রা পালন করা হয়। হুগলি জেলা তো বটেই আশেপাশের বহু জেলা থেকে অগুনতি দর্শনার্থী আসেন মাহেশের রথ দেখতে। সেই মাহেশেকে নিয়ে ডাক বিভাগের এই উদ্যোগে গর্বিত শ্রীরামপুরবাসীও। 

Comments are closed.