মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে ব্যাপক আয়! ব্যবসার সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ 

মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই মাসের শেষে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন। এমনই ব্যবসার সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কীসের ব্যবসা? কীভাবে করবেন? আসুন জেনে নেওয়া যাক। 

পোস্ট অফিস ফ্রেঞ্চাইসি দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ফ্রেঞ্চাইসি নিয়েই আপনি স্বাধীনভাবে নিজের ব্যবসা করতে পারেন। বর্তমানে দেশজুড়ে পোস্ট অফিসের ১ লাখ ৫৫ হাজার ব্রাঞ্চ রয়েছে। মানুষের কাছে আরও পরিষেবা পৌঁছে দিতে এবার ফ্রেঞ্চাইসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। বর্তমানে পোস্ট অফিসের তরফে দু’ধরণের ফ্রেঞ্চাইসি দেওয়া হচ্ছে। একটি হচ্ছে, আউটলেট ফ্রেঞ্চাইসি আর অন্যটি পোস্টাল এজেন্ট ফ্রেঞ্চাইসি। দু’টির যে কোনও একটি নিয়ে আপনি পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হতে পারেন। 

ফ্রেঞ্চাইসির অধীনে এজেন্টরা শহর ও গ্রাম অঞ্চলে ডাক টিকিট এবং বিভিন্ন স্টেশনারি সামগ্রী বিতরণ করে থাকেন। ফ্রেঞ্চাইসির কাজের পরিপ্রেক্ষিতে কমিশন দিয়ে থাকে পোস্ট অফিস। জানা গিয়েছে, এই কমিশনের পরিমাণ কখনও কখনও মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

পোস্ট অফিসের ফ্রেঞ্চাইসি কীভাবে পাবেন? 

পোস্ট অফিসের ফ্রেঞ্চাইসি নিতে গেলে আবেদনকারীর কাছে অন্তত ২০০ স্কয়ার ফুটের দোকান থাকতে হবে। সেই সঙ্গে সিকিউরিটি বাবদ পোস্ট অফিসে ৫ হাজার টাকা জমা রাখতে হবে। আবেদনকারীকে অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। আবেদনকারীর পরিবারের কেউ যদি পোস্ট অফিসে চাকরী করেন তাহলে তাঁর আবেদন গৃহত হবে না। https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf পোস্ট অফিসের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে  ফ্রেঞ্চাইসি নেওয়ার জন্য আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। 

Comments are closed.