বৈঠক সদর্থক হয়েছে, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী; জানালেন SSC চাকরিপ্রার্থী শহীদুল্লাহ
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। সোমবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক শেষে জানালেন এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহীদুল্লাহ। পূর্ব ঘোষণা মোতাবেক এসএসসি আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এদিন বিকাশ ভবনে এসে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে চাকরিপ্রার্থী শহীদুল্লাহ জানান, আলোচনা সদর্থক হয়েছে। মোট ২১৭৯টি শূন্যপদ তৈরি হয়েছে। এটা বাদে মেধাতালিকায় মোট ৬ হাজার নাম রয়েছে। প্রত্যেকেই নিয়োগের দাবি জানিয়েছি। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যদিও শহীদুল্লাহ এও জানান, যতদিন না পর্যন্ত তাঁরা হাতে নিয়োগ পত্র পাচ্ছেন ততদিন তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন চালবে।
২০১৬ সালে মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ পাননি বলে অভিযোগ। নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে শহরের একাধিক জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন ২০১৬ সালের মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীরা। সম্প্রতি ৫০০ দিনে পার করেছে তাঁদের আন্দোলন। উল্লেখ্য এর আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন আন্দোলনকারীরা। তখনই ৮ আগস্টের বৈঠক নিয়ে কথা হয়েছিল। এদিন সেই মতো শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন।
Comments are closed.