গিয়েছিলেন টেনিস দেখতে। এদিকে দর্শকরা তাঁকে দেখতে পেয়েই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন। স্থান উইম্বলডনের সেন্টার কোর্ট। তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ডের ডিজাইনার ডেম সারা গিলবার্ট।
শুরু হয়েছে উইম্বলডন। গত বছর করোনা আবহে টুর্নামেন্ট বাতিল হলেও এই বছর কোভিড আতঙ্ক কাটিয়ে শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা।
শুরুর দিন উইম্বলডনের সেন্টার কোর্টে দর্শকেরা ছিলেন মাস্কহীন। আর এর পিছনে যাঁর কৃতিত্ব, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের আবিস্কারক ডেম সারা গিলবার্ট হাজির ছিলেন উইম্বলডনে। মূলত সারার ডিজাইন মেনেই তৈরি হয়েছে কোভিশিল্ড। রয়্যাল বক্সে বসেছিলেন তিনি। ম্যাচ শুরুর আগে প্রতিটি দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্বর্ধনা জানান তাঁকে। সবাই যখন সারার জন্য হাততালি দিচ্ছে তখন সারা যেন খানিকটা হতবাক। ভিডিও শেয়ার করেছেন স্কাই নিউজের পলিটিক্যাল করেসপন্ডেন্ট জো পাইক।
Standing ovation at Wimbledon’s Centre Court for Dame Sarah Gilbert who designed the Oxford COVID vaccine.
Very moving. pic.twitter.com/q4NosT19eN
— Joe Pike (@joepike) June 28, 2021
এই ভিডিওটি প্ৰতিটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাস্কহীন দর্শকরা উৎসাহের সঙ্গে হাততালি দিয়ে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছেন গিলবার্টকে। ইংল্যান্ডে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদেরকেও উইম্বলডনের উদ্বোধনী ম্যাচের রয়্যাল বক্সে বসে থাকতে দেখা যায়।
কোভিড আতঙ্ক কাটিয়ে ভ্যাকসিন নিয়ে বিদেশের অনেক টুর্নামেন্ট শুরু হয়েছে। ইউরো কাপ চলছে। অন্যদিকে চলছে কোপা আমেরিকা। তবে কোপা চলছে দর্শকহীন স্টেডিয়ামে। জানা গেছে, সব ক্ষেত্রেই বাধ্যতামূলক ভ্যাকসিনেশন। আর তাতে অনেকটাই এগিয়ে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপ।
Comments are closed.