আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই ভোট প্রচারে মঙ্গলবার ত্রিপুরা রওনা দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন আগরতলায় তাঁর একটি পথ সভা করার কথা। উপনির্বাচনে চারটি কেন্দ্রেই জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে, ফলে তার আগে চারটি কেন্দ্রে উপনির্বাচনকে তৃণমূল যে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, তা তাদের তারকা প্রচারকের তালিকায় স্পষ্ট।
আগরতলা, সুরমা, টাউন বড়দোয়ালি, যুবরাজনগর এই চারটি কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা যাবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, এছাড়াও ২৭ জনের তারকা প্রচারকের তালকিয়া রয়েছেন একঝাঁক মন্ত্রী বিধায়ক সহ সিনে দুনিয়ার তারকারা। জানা গিয়েছে, অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, দেব, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি, জুন মালিয়া, অদিতি মুন্সি প্রমুখ। এছাড়াও যুব তৃণমূলের সভানেত্রী, অভিনেতা সায়নী ঘোষ।
টালিগঞ্জের একঝাঁক পরিচিত মুখ ছাড়াও তৃণমূলের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা মন্ত্রীও রয়েছেন তালিকায়। সৌগত রায়, ফিরহাদ হাকিম, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবরা থাকবেন উপনির্বাচনের খবরে। ইতিমধ্যেই তৃণমূলের তারকা প্রচারকের তালিকা ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো হয়েছে।
Comments are closed.