সংসদে শুরু শীতকালীন অধিবেশন

সোমবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর অবধি। কিছুক্ষণের মধ্যেই স্থগিত লোকসভার অধিবেশন বেলা ১২ টা পর্যন্ত

এদিন সংসদের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য নতুন বিল পেশ করবে মোদী সরকার। কৃষি বিল প্রত্যাহার নিয়ে সংসদে ঝড় উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই অধিবেশনে একাধিক বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। মোট ৩০ টি বিল পেশ করা হবে। যার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিল, তথ্য প্রযুক্তি বিল, বাঁধ সুরক্ষা বিল।

বিগত এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে যে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলবে কংগ্রেস।
এছাড়াও শীতকালীন অধিবেশনে পেগাসাস, করোনায় মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ, সিবিআই-ইডি অধ্যাদেশ জারি করে কার্যকাল মেয়াদ বৃদ্ধি ও বিএসএফের এক্তিয়ার বাড়ানোর প্রতিবাদে ঝড় উঠতে পারে।

Comments are closed.