শহরের সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। করোনা কাঁটা পেরিয়ে অবশেষে শহরে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার উৎসবের দিনখন জানাল রাজ্য। ২৫ এপ্রিল থেকে শহরে শুরু হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্ব্ধন হবে নজরুল মঞ্চে।
প্রতিবছর নভেম্বর মাসে চলচ্চিত্র উৎসব হয়ে থাকে। তবে এবার বাঁধা হয়ে দাঁড়ায় করোনা। কোভিডের তৃতীয় ঢেউয়ের জেরে প্রথম ঠিক করা হয় জানুয়ারির ৭ থেকে ১৪ তারিখ হবে চলচ্চিত্র উৎসব। কিন্তু ওই সময়ে উৎসব কমিটির সিংহভাগ সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় ফের একবার দিন পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার রাজ্যের তরফে জানানো হয় ২৫ এপ্রিল থেকে শহরে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কোভিড কাটিয়ে উৎসব হওয়ায় খুশি সিনেমাপ্রেমীরা। জানা গিয়েছে ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে ফ্লিম ফেস্টিভ্যাল। এর আগে চলচ্চিত্র উৎসবের উদ্ব্ধনে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শারুখ খান, একাধিক তারকাকে দেখা গিয়েছে। এবারের অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন সেদিকেও তাকিয়ে সিনেমাপ্রেমীরা। সেই সঙ্গে বেশ কয়েকজন বিদেশি পরিচালকের উপস্থিত থাকার কথা উদ্ব্ধনী অনুষ্ঠানে।
Comments are closed.