১ মাস পর ভোট, রাজ্য নির্বাচন কমিশনে দায়িত্বে অতিরিক্ত নির্বাচন কমিশনার; সাহায্য করবেন রাজীব সিংহকে 

৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। মাঝে আর এক মাস। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সব মিলিয়ে নির্বাচন কমিশনে এখন তুঙ্গে ব্যস্ততা। এই আবহে নির্বাচন কমিশনে অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগ করল রাজ্য। আইএএস অফিসার সঞ্জয় বনশল অতিরিক্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বুধবার থেকে। 

কমিশন সূত্রে খবর, নব নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে সাহায্য করবেন অতিরিক্ত নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই, মনোয়ন জমা দেওয়াকে ঘিরে অশান্তির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। ভাঙড় সহ কয়েকটি জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। তার ওপর পঞ্চায়েত ভোট নিয়েও হাইকোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এই আবহে অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। 

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ এর আগে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করেছেন। জানা গিয়েছে, নব নিযুক্তি অতিরিক্ত নির্বাচন কমিশনার সঞ্জয় বনশল এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব হিসেবে কাজ করেছেন।   

Comments are closed.