মাধ্যমিক পরীক্ষার জের। রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের দিনসংখ্যা কমিয়ে দেওয়া হতে পারে। বিধানসভা সূত্রে তেমনটাই খবর। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। চলবে ৪ মার্চ পর্যন্ত। তার আগেই বিধানসভার বাজেট অধিবেশন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে খবর।
৮ ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতার মধ্যে দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে। এরপর ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলার কথা। এদিকে ২৩ তারিখ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষার সময় নিজেদের বিধানসভা কেন্দ্রেই থাকেন তৃণমূল বিধায়করা। পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ক্যাম্প করে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের নানান রকম সহায়তা করে এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা। আর এই পুরো কাজটাই বিধায়কদের উপস্থিতিতে হয়। তাই পরীক্ষার সময় যাতে বিধায়করা নিজেদের এলাকায় থাকতে পারেন, সে কারণেই পূর্ব নির্ধারিত সুচির আগেই বাজেট অধিবেশন শেষ করা হবে জানা গিয়েছে। তারিখ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও, জানা গিয়েছে, ২১ অথবা ২২ ফেব্রুয়ারির মধ্যে বাজেট অধিবেশন শেষ হতে পারে।
এদিকে বুধবার বাজেট পেশ করে আয়করের ওপর বড়সড় ছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন থেকে বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের আয়কর ছাড় দিয়েছে কেন্দ্র। পঞ্চায়েত ভোটের আগে আসন্ন বিধানসভা বাজেটে রাজ্য সরকার কী ঘোষণা করে এখন সেটাই দেখার।
Comments are closed.