পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করাতে লালবাজারের কাছে বাহিনী চাইল কমিশন 

৮ জুলাই পঞ্চায়েত ভোট। আর এক মাসও বাকি নেই। বৃহস্পতিবারই শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার। এদিকে ভোট নির্বিঘ্নে করাতে চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটের জন্য লালবাজারের কাছে ১২ হাজার পুলিশ কর্মী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আপাতত মৌখিকভাবে লালবাজারকে জানিয়েছে কমিশন। খুব শীঘ্রই লিখিত চিঠি যাবে বলে খবর।

কমিশনের এক আধিকারিকের কথায়, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সে কারণে কলকাতা পুলিশের ওপর ভরসা করতে চাইছে কমিশন। লালবাজার সূত্রে খবর, কমিশন যে ১২ হাজার পুলিশকর্মী চেয়েছে তার মধ্যে ১০ হাজার রয়েছে কনস্টেবল আর দেড় হাজার অফিসার। তবে এই প্রথম নয়, এর আগেও কলকাতা পুলিশের বাহিনী জেলায় জেলায় ভোট করাতে গিয়েছে।

এদিকে লালবাজার সূত্রে খবর, এই বিপুল সংখ্যক পুলিশ কর্মী ভোটের কাজে ব্যস্ত থাকলে ওই ক’দিন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক নিয়ন্ত্রণ কীভাবে হবে সে বিষয়টি নিয়েও পুলিশ কর্তারা ভাবানাচিন্তা শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাফিক বিভাগ থেকেই বেশি সংখ্যক পুলিশকর্মীকে ভোটের কাজে ছাড়ার পরিকল্পনা রয়েছে লালাবাজরের। ওই ক’টা দিন বেশি সংখ্যক সিভিক ভলান্টিয়ারদের ট্রাফিক সামলানোর কাজে ব্যবহার করা হতে পারে। তবে সবটাই এখনও আলোচনার স্থরে। নির্বাচন কমিশনের লিখিত চিঠি আসার পর লালাবাজরের তরফে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Comments are closed.