রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে আগামী ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলির ভোট করাতে চায় । সেই মতো ভোটের প্রস্তুতি শুরু করে দিল কমিশন। ভোট সংক্রান্ত আলোচনার জন্য সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশনার। দুপুর ২টো নাগাদ কমিশনের দপ্তরে বৈঠক হবে। সূত্রের খবর, বৈঠক শেষে এদিনই ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
কমিশনের তরফে কোর্টে জানানো হয়েছিল, ২২ জানুয়ারি প্রথম দফায় হাওড়া, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে তারা ভোট করতে চায়। তবে হাওড়া নিয়ে জটিলতা এখনও না কাটায় বাকি চার পুরসভার ভোট ঘোষণা করতে পারে কমিশন।
এদিকে হাওড়া নিয়ে রাজ্য রাজভবনের তরজার মধ্যেই রাজ্যপালের নতুন ট্যুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। সোমবার রাজ্যপাল একটি ট্যুইট করে জানান, ২০১৫ সালের মতোই ৬৬ টি ওয়ার্ডের একত্রে ভোট হতে পারে। যার জেরে হাওড়া থেকে বালিকে আলাদা করা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।
Comments are closed.