পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রার্থী যদি তা প্রত্যাহার করে নেন, তাহলে কমিশনকে প্রত্যাহারের কারণও জানাতে হবে। সোমবার নতুন নির্দেশ দিয়ে জেলাশাসকের চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বিরোধীদের অভিযোগ, মনোয়নপত্র জমা দেওয়ার পরেও অনেক প্রার্থীকে তা তুলে নেওয়ার জন্য ‘চাপ’ দেওয়া হচ্ছে। প্রার্থীদের জোর দেওয়া হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের। এই আবহে কমিশনের নতুন নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দফায় ভোট হবে। গত ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়া। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ, ১৫ জুন। এদিকে বিরোধীদের অভিযোগ, মনোয়নপত্র জমা নেওয়ার জন্য যথেষ্ট সময় দেয়নি কমিশন। কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলাও দায়ের হয়েছে। আর এসব কিছুর মধ্যেই মনোনয়ন পত্র জমা নিয়ে নতুন নির্দেশ দিল কমিশন।
Comments are closed.