রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের। পশ্চিবঙ্গে আরও ৬ টি মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা নবান্নের। জানা যাচ্ছে, রাজের ৬টি জেলায় তৈরি হবে কলেজগুলি।
নবান্ন থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, হুগলি জেলার আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বারসাতে মেডিক্যালে কলেজ। ঝাড়গ্রামেও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির কথা জানানো হয়েছে। সেই সঙ্গে হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং জলপাইগুড়িতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি করা হবে।
৬টি নতুন মেডিক্যাল কলেজের কাজ শেষ হলে ডাক্তারি পড়তে চাওয়ার ছাত্ররাও সরকারি খরচে পড়াশোনা করতে পারবেন কলেজগুলি থেকে। অনেকেই সামর্থ্যের অভাবে বেসরকারি কলেজ থেকে পড়তে পারেন না, আবার সরকারি কলেজও আসন সংখ্যায় কম থাকায় সেখান থেকেও বঞ্চিত হন। নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে এই সঙ্কট অনেকটাই মিটবে বলে আশাবাদী সরকার। সেই সঙ্গে রাজ্যে চিকিৎসকও বাড়বে।
বর্তমানে রাজ্যে ১২ টি সরকারি এবং ৩ টি বেসরকারি মেডিক্যালে কলেজ রয়েছে।
Comments are closed.