আরামবাগে নতুন মেডিক্যাল কলেজ; ১৬ নভেম্বর থেকে শুরু হল পঠন-পাঠন 

১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাজ্যে আরও ৬টি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে। ঘোষণার দিন দুয়েকের মধ্যে উদ্বোধন হয়ে গেল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজের। নব নির্মিত কলেজের প্রিন্সিপাল সহ কয়েকজনের উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে। জানা গিয়েছে, ১৬ নভেম্বর থেকেই ৮৩ জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের পঠন পাঠন শুরু হয়েছে। 

ইতিমধ্যেই সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিল আরামবাগ মেডিক্যাল কলেজকে ছাড়পত্র দিয়েছে। বর্তমানে ১০০ টি আসন রয়েছে কলেজে। তাতে ৮৩ জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, কলেজ ভবনটির কাজ এখনও শেষ হয়নি। কয়েকটি ভবনের কিছু কাজ বাকি রয়েছে। যে কারণে ১৬ তারিখ অনাড়াম্বর ভাবেই নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন হয়। 

জানা গিয়েছে, প্রথমে এই মেডিক্যাল কলেজটি হুগলির হরিপালে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে জমি পেতে সমস্যা হওয়ায় পরে তা সরিয়ে আরামবাগে নিয়ে আসা হয়।  নতুন মেডিক্যাল কলেজ পেয়ে স্বাভাবিকভাবেই আরামবাগবাসীও খুশি। 

Comments are closed.