ব্যাঙ্ক কর্মীদের টিকা দেবেন মমতা, কলকাতা পুরসভা সহ জেলার পুরভবন থেকে টিকা
লকডাউনের মধ্যে ব্যাঙ্কে রোজই চার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে কর্মীদের। বহু মানুষের সংস্পর্শে আসার দরুন ব্যাঙ্ক কর্মীদের কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি
করোনা যোদ্ধা হিসেবে এবার ব্যাঙ্ক কর্মীদের টিকাকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিনক্ষণ ঠিক না হলেও খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলি থেকে এই টিকাকরণ হবে বলে খবর।
লকডাউনের মধ্যে ব্যাঙ্কে রোজই চার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে কর্মীদের। বহু মানুষের সংস্পর্শে আসার দরুন ব্যাঙ্ক কর্মীদের কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই মর্মে রাজ্যের কাছে ব্যাঙ্ক কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক কর্মী ও অফিসার্স সংগঠনগুলি। সেই আবেদনে সাড়া দিয়ে ব্যাঙ্ক কর্মীদের টিকাকরণের সিদ্ধান্ত নিল নবান্ন।
বৃহস্পতিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীকে টিকা দিতে চায় রাজ্য, এই মর্মে ২০ লক্ষ ডোজের আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ওই চিঠিতে অন্যান্য সেক্টরের কর্মীদের পাশাপাশি ব্যাঙ্ক কর্মীদের টিকাকরণের কথাটিও উল্লেখ্য করেন।
রাজ্যের এদিনের ঘোষণায় ব্যাঙ্ক কর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
Comments are closed.