গ্রাহকদের জন্য স্বস্তির খবর, আগামী সপ্তাহে হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট 

বড়সড় স্বস্তির খবর ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ব্যাঙ্ক খোলাই থাকবে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত বলে খবর। ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তে স্বাভাবিক কারণেই খুশি গ্রাহকরা।

একাধিক দাবি নিয়ে ব্যাঙ্ককর্মীদের ৯টি সংগঠন যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছিল আগামী ৩০ ও ৩১ জানুয়ারি। যার জেরে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকত। কায়ণ, শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকলেও মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সেদিন ব্যাঙ্ক বন্ধ। মাঝে রবিবার। ফলে গ্রাহকদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে জানা গিয়েছে, শুক্রবার লেবার কমিশনের সঙ্গে ৯টি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করে। তাতেই প্রাথমিকভাবে সমাধান সূত্র মিলেছে বলে দাবি। যার জেরেই আপাতত ধর্মঘট প্রত্যহারের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মীদের ৯টি সংগঠন।

উল্লেখ্য, ব্যাঙ্ক বেসরকারিকরণ, সপ্তাহে পাঁচ দিন কাজ, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে ব্যাঙ্ক কর্মীদের ৯টি সংগঠন আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ধর্মঘট ডেকেছিল। এটিএমগুলোকেও ধর্মঘটের আওতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে সেই সিদ্ধান্তই প্রত্যাহার করেছে সংগঠনগুলি।

Comments are closed.