রাজ্যের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে সেচের পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এ কাজে বিশ্ব ব্যাঙ্ক রাজ্যকে বিরাট অঙ্কের আর্থিক ঋণ দিতে সম্মতি জানিয়েছে। তেমনটাই খবর। পঞ্চায়েত ভোট মিটলেই বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করবে রাজ্য সরকার।
মূলত পাহাড় থেকে শুরু করে সমতলে সুখা এলাকায় বৃষ্টির জল সংরক্ষণ, ভুগর্ভস্থ জলের সংরক্ষণ সহ বেশ কিছু কাজে ক্ষুদ্র সেচের পরিকাঠামো গড়তেই ঋণের অর্থ কাজে লাগানো হবে বলে প্রশাসনিক মহলে খবর। জানা গিয়েছে, রাজ্যকে এই খাতে দেড় হাজার কোটি টাকার ঋণ দিতে রাজি হয়েছে বিশ্বব্যাঙ্ক।
রাজ্যের পশ্চিমাঞ্চলের ছটি জেলা খরা প্রবন। সেচের উপযুক্ত পরিকাঠামো নেই। জেলাগুলো হল, পশ্চিম বর্ধমান, বীরভূমের একটা অংশ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। জলের অভাবে এক ফসলি চাষ হয় জমি গুলোতে। এই সব এলাকায় চাষের সুযোগ বাড়াতেই বৃহত্তর পরিকল্পনা করেছে রাজ্য। তাছাড়াও মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলোতেও সেচের জলের অভাব রয়েছে। এসব অঞ্চলের সেচের পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য। সব মিলিয়ে রাজ্যের খরা প্রবন এলাকায় সেচের পরিকাঠামো গড়ে তুলতেই বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করছে রাজ্য।
Comments are closed.