৮ জুলাই শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। রাজ্যের ২২ টি জেলায়, যেখানে নির্বাচন হবে সে সব জায়গায় এদিন ছুটি থাকবে। শ্রম দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের সমস্ত কার্যালয়, স্কুল, কলেজ ছুটি থাকবে।
শ্রম দফতরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোকান কলকারাখানা সহ বাণিজ্যিক সংস্থা শিল্প প্রতিষ্ঠানগুলোতেও ছুটি থাকবে। এছাড়াও বেসরকারি সংস্থা, বাণিজ্যিক সংস্থার কর্মীরাও যাতে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সে কারণে সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের দিন বেতন সহ কর্মীদের ছুটি মঞ্জুর করতে হবে।
মাঝে আর একটি দিন। তারপরেই রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন। ৮ জুলাই শনিবার হওয়ায় ওই দিন সাধারণত অনেক সরকারি অফিস ছুটি থাকে। তবে সরকারি স্কুলগুলোতে অর্ধদিবস ক্লাস হয়। আবার এমন অনেক সরকারি অফিস আছে যেখানে কর্মীদের উপস্থিত থাকতে হয়। তাই ভোট উপলক্ষ্যে এদিন ছুটি ঘোষণা করেছে রাজ্য।
Comments are closed.