জেলার সংখ্যা বাড়াতে চাইছে নবান্ন, মন্ত্রিসভার বৈঠকে আলোচনা 

রাজ্যে জনঘনত্বের বিচারে এবার আরও জেলার সংখ্যা বাড়াতে চাইছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে এমনটাই খবর। এই জেলা ভাগের নেপথ্যে প্রশাসনের ব্যাখ্যা, রাজ্যে এই মুহূর্তে ১০ কোটি মানুষের বাস। আর জেলার সংখ্যা ২৩টি। উল্টো দিকে ২৪ কোটি জনসংখ্যা উত্তরপ্রদেশের। সেখানে জেলার সংখ্যা ৭৫টি। এক একটি জেলায় বিপুল সংখ্যক মানুষ হওয়ায়, পরিষেবা বন্টনেও সমস্যা হচ্ছে। সেই কারণে জেলা ভাগের সিদ্ধান্ত।

জানা গিয়েছে, শেষ মন্ত্রিসভার বৈঠকে নতুন জেলা তৈরি নিয়ে আলোচনা হয়েছিল। তবে জানা গিয়েছে, জেলা বিভাগের ক্ষেত্রে শুধু জনঘনত্বই নয়, আরও কয়েকটি বিষয়কে নজর দিতে চাইছে নবান্ন। এই নতুন জেলা তৈরির বিষয়ে কয়েক জন মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কমিটিতে রয়েছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইনমন্ত্রী মলয় ঘটক। জেলাগুলোর মানুষের আবেগ, স্থানীয় ইস্যু, ভৌগোলিক কারণ সহ একগুচ্ছ বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে ওই কমিটি। এরপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে তিন সদস্যের কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে জেলা বিভাজন হতে পারে বলে প্রশাসনিক কর্তাদের একাংশ জানিয়েছেন।

Comments are closed.