আরও স্বস্তিতে সাধারণ মানুষ, কেন্দ্রের পর পেট্রোল-ডিজেলে কর কমাল রাজ্য 

পেট্রোল ডিজেল আরও সস্তা হতে চলেছে। কেন্দ্রের পর এবার রাজ্যও পেট্রোল ডিজেলের ওপর কর ছাড়ের কথা ঘোষণা করলো। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, পেট্রোলের ওপর ২ টাকা ৮০ পয়সা এবং ডিজেলের ওপর ২.২০ টাকা ভ্যাট কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যার ফলে আরও কিছুটা সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল। সেই সঙ্গে এদিন তিনি আরও জানান, পেট্রোল ডিজেলে কর ছাড়ের জেরে রাজ্যের কোষাগারের প্রায় ৬৪১.৪৫ কোটি টাকা লোকসান হতে চলেছে। 

এদিন কর ছার প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্র পেট্রোল ডিজেলের ওপর সেস ওঠায় না, কারণ ওই টাকার পুরোটাই কেন্দ্রের কোষাগারে যায়। পাশপাশি এদিন ফের একবার অভিযোগ করেন, রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলো যে টাকা পায়, তার সিকি ভাগও বিরোধী রাজ্যগুলো পায়না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য শনিবারই পেট্রোল-ডিজেলের ওপর কর ছাড়ের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ট্যুইটে তিনি জানান, পেট্রোলে লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৬ টাকা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 

 

Comments are closed.