একুশের ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে তাঁর সরকার কৃষকদের জন্য ‘কৃষকবন্ধু’ প্রকল্প চালু করবেন। তৃতীয় বার ক্ষমতায় ফিরে কথা রেখেছেন মূখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মোতাবেক ৬৮ লক্ষ কৃষকের হাতে বছরে ১০ হাজার টাকা তুলে দেয় রাজ্য। এবার কৃষকদের জন্য আরও সুখবর দিল রাজ্য। চলতি বছরে বর্ষা শুরুর আগেই ৮৯ লক্ষ্য কৃষকের হাতে ‘কৃষকবন্ধু’ প্রকল্প তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে।
রাজ্যের কৃষ দফতর জানাচ্ছে, ৮৯ লক্ষ কৃষকের হাতে ‘কৃষকবন্ধু’ প্রকল্প তুলে দেওয়া হলে, পড়বার পিছু মোট তিন কোটি মানুষ উপকৃত হবেন। নবান্নের তরফে জানানো হয়েছে, সোমবার বর্ধমান জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক সভা থেকে অনুষ্ঠানিক ভাবে কৃষকদের এই ভাতা দেওয়া হবে। ৮৯ লক্ষ কৃষককে ‘কৃষকবন্ধু’ দিতে রাজ্যের মোট খরচ হবে ২৩৮৫ কোটি টাকা। ‘কৃষকবন্ধু’ প্রকল্পের পাশপাশি এদিন ‘কৃষি যন্ত্রায়ণ’ সহ একাধিক প্রকল্পের সুবিধা কৃষকদের দেওয়া হবে রাজ্যের তরফে।
উল্লেখ্য সোমবার থেকে মুখ্যমন্ত্রী ফের জেলা সফর শুরু করছেন। সোমবার বর্ধমানে প্রশাসনিক সভা করবেন তিনি। সেখান থেকেই কৃষকদের হাতে প্রকল্পের টাকা তুলে দেবেন। সেই সঙ্গে মঙ্গলবার আসানসোল রাজনৈতিক সভা করবেন। লোকসভা ভোটে তৃণমূলের জয়ের জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতেই এই সভা বলে দাবি তৃণমূলের।
Comments are closed.