মালদহে কাজ প্রায় শেষ, হাসিমারাতেও নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের; বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে আরও একটি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে সরকার। সোমবার বিধানসভায় তেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিমানবন্দর সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আলিপুরদুয়ারের হাসিমারাতে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাশাপাশি পুরুলিয়াতেও একটি নতুন বিমানবন্দর তৈরি হবে বলে তিনি জানিয়েছেন।
আর এ ব্যাপারে রাজ্যের বিরোধী দল বিজেপির বিধায়কদের এগিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরের জন্য আপনারা দ্রুত দিল্লি থেকে ছাড়পত্রের ব্যবস্থা করুন। রাজ্য ইতিমধ্যেই এই কাজের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করেছে। প্রসঙ্গত এই ছাড়পত্র দিয়ে থাকে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র যত দ্রুত ছাড়পত্র দেবে তত তাড়াতাড়ি বিমানবন্দরগুলো চালু হবে।
Comments are closed.