‘বাংলার বাড়ি’ প্রকল্পে কেন্দ্রের কাছে ভূয়সী প্রশংসা রাজ্যের, ২ বছরের মধ্যে গৃহহীনদের জন্য ৫০ লক্ষ বাড়ি তৈরি করার লক্ষ্য রাজ্যের

প্রায় ৫০ লক্ষ গৃহহীন মানুষদের জন্য বাড়ি বানাবে রাজ্য। বাংলার বাড়ি প্রকল্পে বানানো হবে এই বাড়ি। পঞ্চায়েত এলাকার জন্য ‘বাংলার আবাস যোজনা’ এবং পুরসভা এলাকার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের এই বাড়িগুলি বানানো হবে।

নবান্ন সূত্রে খবর, কয়েক দিন আগেই এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে ঠিক হয়েছে, খুব শীঘ্রই ৫০ লক্ষ গৃহহীনদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে এক একটি বাড়ির জন্য খরচ হবে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১ লক্ষ ৫৯ হাজার টাকা। রাজ্য সরকার দেবে ১ লক্ষ ৯৩ হাজার টাকা। অন্য সব রাজ্যের থেকে এই প্রকল্পে বাংলা সব থেকে বেশি টাকা খরচ করছে। আর উপভোক্তাকে মাত্র ২৫ হাজার টাকা দিতে হবে। তবেই একটি বাড়ি পেয়ে যাওয়া যাবে।

ক্ষমতায় আসার পর রাজ্যে তৃণমূল সরকার ‘বাংলার আবাস যোজনা’ এবং পুরসভা এলাকার জন্য ‘বাংলার বাড়ি’ নামে দুটি প্রকল্পে ৪৫ লক্ষ ৮৭ হাজার ৭১৭টি বাড়ি তৈরি করে দিয়েছে। আগামী দুবছরের ৫০ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে কেন্দ্রের ভূয়সী প্রশংসা পেয়েছে রাজ্য। জাতীয় স্তরে পুরস্কারও পেয়েছে রাজ্য সরকার। তাই এই প্রকল্পের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে নয়, প্রকৃত অর্থে যাঁরা গৃহহীন তাঁদের মাথার ওপর ছাদ তৈরি করে দেওয়াই লক্ষ্য মমতা সরকারের।

Comments are closed.