পেশায় তিনি গায়ক এবং মিউজিক কম্পোজার। এক-আধ সময় রুপালি পর্দায়ও দেখা গিয়েছে হিমেশ রেশমিয়াকে। কিন্তু অনেকেই আছেন যাঁদের কাছে তাঁর বিলাসবহুল জীবনের কথা অজানা! চলুন দেখে নেওয়া যাক তাঁর অ্যাপার্টমেন্টের কিছু ভিডিও
নিজের তৈরি অ্যালবাম ছাড়াও টুকটাক ছবিতে মিউজিক কম্পোজ বা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হিমেশ। কাজের ব্যস্ততায় না থাকলে, অবসর সময়টা তিনি বাড়িতেই কাটান। মুম্বই লোখান্ডওয়ালায় ওবেরয় স্কাই হাইটসের এক উচ্চতলের অ্য়াপার্টমেন্টে তিনি থাকেন। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী সোনিয়া কাপুর।
হিমেশ স্যোশাল মিডিয়ায় বেশ এক্টিভ। প্রায়শই নিজের ইনস্টাগ্রামে অন্দরমহলের ঝলক তুলে ধরেন তাঁরা। আধুনিক আসবাপত্র এবং অন্দরসজ্জায় বেশ সৌখীন দম্পতি। দেখুন তাঁদের অন্দরমহলের ঝলক।
View this post on Instagram
View this post on Instagram
হিমেশ পত্নী সোনিয়া তাঁর কিচেনের বাইরে একটি রেস্তোরাঁ স্টালের বোর্ড টাঙিয়েছেন। যেখানে লেখা, সোমবার বন্ধ, মঙ্গলবার নো সার্ভিস, বুধবার হাফ ডে, বৃহস্পতিবার শপিংয়ের জন্য বাইরে, শুক্রবার ছুটি, শনিবার বাইরে খাও, রবিবার বিশ্রামের দিন। নিজের স্ত্রী এবং সেই বোর্ডের ছবি ভিডিও আকারে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন হিমেশ
View this post on Instagram
View this post on Instagram
জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২ তে বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া। শো-এর শ্যুটিং স্পট দামানে নিয়ে যাওইয়ার পর বেশ কিছুদিন স্ত্রীর সঙ্গে ছুটি কাটিয়েছিলেন হিমেশ।
একজন মিউজিক কম্পোজার হিসাবে কেরিয়ার জীবনে আত্মপ্রকাশ করলেও বেশ কিছু ছবিতে কাজ করছেন। ২০০৭ সালে ‘আপ কা সুরুর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হিমেশ। তাঁর ছবি হিট হলেও সেই সফলতা বাকি ছবিতে ধরে রাখতে পারেননি।
তেরে নাম, অ্য়াতরাজ, আশিক বানায়া আপনে, আকসার, বডিগার্ড এবং কিকের মতো ছবিতে মিউজিক ডিরেক্টারের দায়িত্বে পালন করেছেন হিমেশ। ঝলক দিখলা যা, মুঝকো ইয়াদ সাতায়ে তেরি, হুক্কা বারের মতো গানে গলা দিয়েছেন সিঙ্গার হিমেশ।
Comments are closed.