উত্তর ২৪ পরগণা থেকে আল-কায়েদার সঙ্গে জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করল STF

গোপন সূত্রে খবর পেয়ে ২ জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। আল-কায়দা জঙ্গি সংগঠনের সদস্য তারা। গ্রেফতার হওয়া দুইজন রকিব সরকার ও কাজী আহসানউল্লাহ। এসটিএফ সূত্রে জানা জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার শাসন থেকে রকিব সরকার ও কাজী আহসানউল্লাহকে গ্রেফতার করে এসটিএফ। রাতে রকিব সরকার কাজীর সঙ্গে দেখা করতে শাসনে আসবেন, এই কথা গোপন সূত্রে জানতে পেরেছিল এসটিএফ। এরপরেই ফাঁদ পাতা হয়। গ্রেফতার করা হয় তাদের।

জানা গিয়েছে ধৃত আবদুর রকিব সরকার গঙ্গারামপুরের বাসিন্দা। অপর জনের বাড়ি হুগলির আরামবাগে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু বই, প্রচারপত্র, ডায়েরি, কম্পিউটারের হার্ডডিস্ক, পেনড্রাইভ, একাধিক মোবাইল ফোন ও মোবাইল সিম কার্ড পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জেরায় তারা আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। জানা গিয়েছে ধৃতরা মাঝে মধ্যেই কলকাতায় আসতেন। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহ আইন এবং ভারতীয় দণ্ডবিধিতে একাধিক মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে তিনটে জায়গার সন্ধান পেয়েছে এসটিএফ। সেই সূত্রকে কাজে লাগিয়ে ওই স্থানে তল্লাশি চালায় এসটিএফ।

Comments are closed.