সিকিমে চলছে বনধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। বুধবার সিকিমে জয়েন্ট অ্যাকশন কাউন্সিল ১২ ঘণ্টার বনধ ডেকেছে। বনধের জেরে সকাল থেকেই বন্ধ যান চলাচল। বন্ধ দোকান। চরম সমস্যার সম্মুখীন পর্যটকরা। এমনকি শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রাস্তার মধ্যে সমস্যায় পড়েছেন যাত্রীরা।
অনেক পর্যটকরা জানিয়েছেন, ধর্মঘটের বিষয়ে আগে জানতেন না তাঁরা। সেইকারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কোনও গাড়ি যেতে চায়নি সিকিমে। বুধবার সকাল থেকে গ্যাংটকের রাস্তায় কোনও মানুষের দেখা মেলেনি। যাঁরা সিকিমে রয়েছেন, তাঁরা হোটেলবন্দী হয়ে রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানায়, সিকিমে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষ অভিবাসী। এরই প্রতিবাদে সরগরম হয়ে উঠেছে সিকিমের রাজনীতি৷ এরই প্রতিবাদে এই দিন ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কাউন্সিল৷ বনধকে সমর্থন করেছে সিকিমের সব রাজনৈতিক দলগুলি। এর আগে গত ৪ ও ৫ ফ্রেব্রুয়ারি বনধের ডাক দিয়েছিল পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।
Comments are closed.