সকাল ১১ টায় হাই কোর্টে নারদ শুনানি, ভার্চুয়াল এজলাসে ফের মুখোমুখি তুষার মেহেতা, মনু সিঙ্ঘভি
কলকাতায় প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় যশের। তাই বৃহস্পতিবার সকাল ১১ টায় কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে নারদ মামলার শুনানি। খবর হাই কোর্ট সূত্রে।
ঘূর্ণিঝড় যশের কারণে বুধবার ও বৃহস্পতিবার হাই কোর্টে কাজ বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি কলকাতায়। তার জেরে বৃহস্পতিবার আদালতে কাজ হবে। সকাল ১১ টায় নারদ শুনানি হবে ৫ বিচারপতির বিশেষ বেঞ্চে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ধাক্কা খায় সিবিআই। প্রত্যাহার করে নেয় আবেদন। সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠায় কলকাতা হাই কোর্টেই। এদিকে যশের জেরে হাই কোর্ট আগেই জানিয়েছিল বুধ, বৃহস্পতি শুনানি বন্ধ। কিন্তু ঝড়ের প্রভাব কলকাতায় না পড়ায় সিদ্ধান্ত বদল করে হাই কোর্ট, বলে মনে করছেন আইনজীবীদের একটি অংশ। পর্যবেক্ষকদের অনুমান, বৃহস্পতিবারই ৫ বিচারপতির বেঞ্চ রায় শোনাতে পারে।
Comments are closed.