চায়ে চুমুক সঙ্গে আড্ডা, ভবানীপুরে হাল্কা মেজাজে প্রচার সারলেন সুব্রত মুখার্জি

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তিন দলই জোর কদমে প্রচার শুরু করেছে। শনিবার দলনেত্রীর সমর্থনে প্রচার করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তথা বর্ষীয়ান নেতা সুব্রত মুখার্জি। চায়ের আড্ডায় হাল্কা মেজাজে মমতা ব্যানার্জির হয়ে এদিন ভোট চাইতে দেখা গেল তাঁকে।

বুধবার থিয়েটার রোড এবং রাসেল স্ট্রীটে ফুটপাথে মাটির ভাঁড়ে চা খেতে খেতে জনসংযোগ সারলেন সুব্রত মুখার্জি। নির্বাচনে উত্তাপ তুঙ্গে থাকলেও দলের বর্ষীয়ান নেতাকে এদিন বেশ হাল্কা মেজাজে দেখা গেল। দু’টি জায়গাতেই স্থানীয় প্রাতঃভ্রমনকারীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন তিনি।

এদিকে পঞ্চায়েতমন্ত্রীর পাশাপাশি বুধবারও বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ফিরহাদ হাকিম। চেতলা অঞ্চলে ভোটারদের বাড়ি যান ফিরহাদ।

এদিনও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কটাক্ষ করেন তিনি। বলেন, বিজেপি প্রার্থী বাচ্চা মেয়ে, দল ওঁকে সমস্যায় ফেলে দিয়েছে। আগেরবার হেরেছিল। এবারেও হারবে। আমার ওঁর প্রতি সহানুভূতি রইল।

অন্যদিকে বুধবার সকাল থেকেই প্রচারে রাস্তায় নামেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি।

Comments are closed.