তৃণমূলের সঙ্গে মারপিট করার জন্য বিজেপিতে লোক ঢুকিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে সিপিএমঃ সুব্রত মুখোপাধ্যায়

প্রশ্নঃ রাজ্যে পঞ্চায়েত ভোটটা ১৪ তারিখ হবে তো?

সুব্রত মুখোপাধ্যায়ঃ এর উত্তর গণৎকাররা দিতে পারবেন। কিন্তু ভোট যখনই হোক আমরা রেডি আছি। সব জেলা পরিষদ আমরা জিতব। সব পঞ্চায়েত সমিতি জিতব। দু’একটা গ্রাম পঞ্চায়েত বিরোধীরা এদিক-ওদিক জিততে পারে। বিজেপি কিছু সিট পাবে। সিপিএম তার চেয়েও কম কিছু জিতবে। কংগ্রেস হাতে গোনা দু’একটা জিততে পারে। তাছাড়া প্রায় সব সিট আমরাই জিতব।

প্রশ্নঃ মুর্শিদাবাদ, মালদহতেও তৃণমূল জিতবে?

সুব্রত মুখোপাধ্যায়ঃ হ্যাঁ, হ্যাঁ। সব জেলা পরিষদ তৃণমূল জিতবে।

প্রশ্নঃ আপনি বলছেন, বিজেপি দ্বিতীয়?

সুব্রত মুখোপাধ্যায়ঃ হ্যাঁ, এটা সিপিএমের একটা কৌশল। নিজেরা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে লোকগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে মারামারি করার জন্য। সিপিএমের সাপোর্ট নিয়ে এই জন্য বিজেপি কোনও কোনও জায়গায় আমাদের সঙ্গে মারামারি করছে। সিপিএমের এই কৌশল আমি এর আগেও দেখেছি। যখনই ওরা বিপদে পড়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তারপর পরিস্থিতি কিছুটা পাল্টালে হুশ করে ভেসে ওঠে। ছয়ের দশকে তাই করেছিল, ১৯৭২ সালেও একই জিনিস করেছিল। আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। এবারও বিপদ বুঝে সেই জিনিস করছে। ভাবছে, এখন বিজেপিতে লোক পাঠিয়ে তৃণমূলকে শায়েস্তা করবে। তারপর পরিস্থিতি ভাল হলে আবার হুশ করে ভেসে উঠবে।

Leave A Reply

Your email address will not be published.