SSKM থেকে বাড়ি ফিরলেন সুব্রত মুখার্জি, থাকতে হবে গৃহবন্দি হয়ে
বাড়ি ফিরে তাঁকে গৃহবন্দী থাকতে হবে হাইকোর্টের নির্দেশে
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুব্রত মুখার্জি। মঙ্গলবার সন্ধ্যায় এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয় রাজ্যের প্রবীণ নেতা তথা মন্ত্ৰী সুব্রত মুখার্জিকে। হাসপাতাল থেকে প্রেডিডেন্সি জেলে যান মন্ত্ৰী। সেখানে কারা দফতরের নিয়ম অনুযায়ী সই সাবুদ সেরে গড়িয়াহাটের একডালিয়ার বাড়িতে ফেরেন মন্ত্ৰী।
হাসপাতাল সূত্রের খবর এখন ভালো আছেন সুব্রত মুখার্জি। তবে বাড়ি ফিরেও তাঁকে গৃহবন্দী থাকতে হবে হাইকোর্টের নির্দেশে।
গত সোমবার নারদকাণ্ডে মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই আদালতে জামিন পেয়ে গেলেও হাইকোর্ট সেই জামিনে স্থগিতাদেশ দেয়। এই ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকে হোম আরেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট।
কিন্তু গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ার কারণে শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি ও মদন মিত্র এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। ফিরহাদ হাকিম অসুস্থতা সত্ত্বেও ছিলেন প্রেসিডেন্সি জেলেই। এর আগেই বন্ড দিয়ে বাড়ি ফিরে গেছেন শোভন চ্যাটার্জি। মঙ্গলবার বাড়ি এলেন সুব্রত মুখার্জি।
Comments are closed.