প্রতিবন্ধকতাকে জয় করে কমনওয়েলথ গেমসে ভারতকে ষষ্ঠ সোনা উপহার দিলেন সুধীর

কমনওলেলথ গেমসে ফের সোনা পেল ভারত। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা পেলেন সুধীর। পোলিওর প্রভাবে প্রতিবন্ধকতা রয়েছে সুধীরের৷ বৃহস্পতিবার মধ্যরাতে সুধীর তাঁর প্রথম চেষ্টায় ২০৮ কেজি তোলেন। এরপর দ্বিতীয় চেষ্টায় তিনি ২১২ কেজি তোলেন। তৃতীয় এবং শেষবারের চেষ্টায় তিনি ২১৭ কেজি তুলতে ব্যর্থ হন কিন্তু ভারতকে ষষ্ঠ পদক এনে দেন তিনি। ২৭ বছর বয়সী সুধীর এশিয়ান প্যারা গেমসেও ব্রোঞ্জ পেয়েছিলেন। নাইজেরিয়ার ইকেচুকউ ক্রিশ্চিয়ান রুপো জিতেছেন এবং স্কটল্যান্ডের মিকি ইউলে ব্রোঞ্জ জিতেছেন।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অন্যান্য প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে ভারত সেভাবে সাফল্য পায়নি। মনপ্রীত কউর এবং সাকিনা খাতুন মহিলাদের লাইটওয়েট ফাইনালে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জন করেছেন। পদক থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।

 

Comments are closed.