আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের উপর হামলার ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সূত্রের খবর সেই রিপোর্টে খুশি নন কমিশনের কর্তারা। তাই ফের একবার রিপোর্ট তলব করল কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে হবে।
সূত্রের খবর, কমিশনে জমা দেওয়া প্রথম রিপোর্টে আরামবাগের তৃণমূল প্রার্থীকে দুষ্কৃতীদের বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ নেই। নেই প্রার্থীকে বাঁশ দিয়ে মারার কথাও। অথচ সমস্ত সংবাদমাধ্যমে ওই ঘটনার ভিডিও দেখান হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর জেরেই নতুন রিপোর্ট তলব কমিশনের।
৬ এপ্রিল তৃতীয় দফায় হুগলির আরামবাগ কেন্দ্রে ভোট ছিল। এদিন দেখা যায় আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে একদল দুষ্কৃতী বাঁশ, চ্যালা কাঠ নিয়ে তাড়া করে। সুজাতাকে আল পথ ধরে দৌড়োতে দেখা যায়।
[আরও পড়ুন- রাসবিহারী জিততে ভরসা ভালবাসার সার্জিক্যাল স্ট্রাইক, আত্মবিশ্বাসী সুব্রত সাহা]
সুজাতার অভিযোগ ২৬৩ নম্বর বুথ দখল করে রেখেছিল বিজেপি। তিনি খবর পেয়ে সেখানে গেলে তাঁকে আক্রমণ করে বিজেপি সমর্থকরা। প্রার্থীর অভিযোগ, তাঁকে প্রাণে মারার চক্রান্ত করা হয়েছিল। তিনি বলেন, বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে।
বাংলার তৃতীয় দফার ভোটে একাধিক কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। সুজাতার পাশাপাশি বিজেপির মহিলা প্রার্থী পাপিয়া অধিকারীও ভোটার দিনও আক্রান্ত হন।
৬ এপ্রিলের ঘটনার জেরে কমিশন চতুর্থ দফা থেকে মহিলা প্রার্থীদের জন্য অতিরিক্ত সুরক্ষার নির্দেশ দিয়েছে প্রশাসনকে।
Comments are closed.