রাজ্য বিজেপির অন্দরে রদবদল আসন্ন, ভোটে ভরাডুবির পর এমন একটা জল্পনা ছিলই। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের সাক্ষাতের পর সেই জল্পনাই আরও জোড়ালো হল। বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গেও দেখা করেন সুকান্ত। জানা গিয়েছে, সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি।
একুশের নির্বাচনের পরেই রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। মেয়াদ থাকালীন দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরানোর পর থেকেই জল্পনা ছিল, রাজ্যের সংগঠনেও ব্যাপক রদবদল আসন্ন। এর মধ্যেই উপনির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় চিন্তায় ফেলেছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আবহে শাহ- সুকান্ত বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একুশের বিধাসভা ভোটের আগে রাজ্যে বিজেপিতে যোগদানের জোয়ার এসেছিল কার্যত। তবে ভোটে পরাজয়ের পর বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে। মুকুল রায় থেকে শুরু করে সম্প্রতি বাবুল সুপ্রিয়, বিজেপির ধারাবাহিক ভাঙ্গন নিয়েও চর্চা শুরু হয়েছে দলের অন্দরে।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ২৪ লোকসভা নির্বাচনে রাজ্যে যাতে গেরুয়া শিবির ঘুরে দাঁড়াতে পারে, তা নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর উপলক্ষ্যেই রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করে বাংলায় বিজেপির সংগঠনে রদবদল করতে চাইছেন শাহ, নাড্ডারা।
Comments are closed.