ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ কর্তা অপসারণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

সোমবার পূর্ব বর্ধমানের এসপি, আসানসোল-দুর্গাপুরের সিপিকে অপসারিত করেছে কমিশন

সোমবার নির্বাচন কমিশন অপসারিত করেছে একাধিক পুলিশ কর্তাকে। এদিন সাংবাদিক বৈঠক করে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

বললেন, ষষ্ঠ দফার নির্বাচনের ৪৮ ঘন্টা আগে কোনও দলের সঙ্গে আলোচনা না করে এভাবে একতরফা ভাবে অফিসারদের সরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির দাবি মেনেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলেও ইঙ্গিত সুখেন্দুশেখরের।

সোমবার পূর্ব বর্ধমানের এসপি, আসানসোল-দুর্গাপুরের সিপিকে অপসারিত করেছে কমিশন। বীরভূমের পুলিশ সুপারকেও সরিয়ে দেওয়া হয়েছে। ভোটের সময় নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকা আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে বীরভূমের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার সাংবাদিক বৈঠক থেকে ফের একবার সুখেন্দু শেখর রায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর প্রসঙ্গ তোলেন। আইন এবং ২০১১ সালে ভারত সরকারের স্বরাষ্ট্র দফতরের নিৰ্দেশিকাকে না মেনে কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে গুলি চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও কোনওরকম তদন্তের আগেই বলে দিলেন জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে! সুখেন্দুশেখর রায়ের চাঞ্চল্যকর দাবি, সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে ভোটদান থেকে বিরত রাখতেই কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে নির্বিচারে গণহত্যা চালিয়েছে।

সোমবার সকালে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিও রিট্যুইট করেন। যেখানে দেখা যাচ্ছে শ্মশানে সারি সারি করোনা রোগীর মৃতদেহ। ওই ট্যুইট শেয়ার করে ডেরেক মোদী-শাহকে তীব্র আক্রমণ করেছিলেন। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে ফের একবার সেই ভিডিওটি দেখানো হয়।

সেই সঙ্গে সাংসদের অভিযোগ, ভ্যাকসিন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না।

Comments are closed.